Sunday, July 24, 2011

কোন কাজে কী বলতে হয়

কোন কাজে কী বলতে হয়

  • কাজের শুরুতে-বিসমিল্লাহ
  • খাওয়ার শুরুতে-বিসমল্লাহি ওয়া আলা বারাজাতিল্লাহ।
  • কাজের ইচ্ছা ব্যক্ত করতে-ইনশাল্লাহ।
  • কাজের গুরুত্ব প্রকাশে-সুবহানাল্লাহ।
  • কৃতজ্ঞতা প্রকাশে- আলহামদুলিল্লাহ
  • প্রশংসায় বা মূল্যায়নে- মাশাআল্লাহ।
  • বিপদাপদে- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
  • ধন্যবাদ জ্ঞাপনে- জাযাকাল্লাহ।
  • হাঁচি দেয়ার পরে- আলহামদুলিল্লাহ।
  • হাঁচির দু'আর জবাবে- ইয়ারহামুকাল্লাহ।
  • গুনাহ মাফের জন্য- আস্তাগফিরুল্লাহ।
  • দানের বেলায়- ফী সাবিলিল্লাহ।
  • বিদায় বেলায়- ফী আমানিল্লাহ।
  • উপরে উঠার সময়- আল্লাহু আকবর

No comments:

Post a Comment