Saturday, July 23, 2011

নববধুর জন্য ৮টি কাজ

নববধুর জন্য ৮টি গুরুত্বপূর্ণ নছীহত

বুযুরগানেদীনগন মহিলাদের ৮টি কাজের উপর বিশেষভাবে তাগিদ দিয়াছেন, যার দ্বারা মহিলাদের সহজে দ্বীনের উপর চলা যায়। মহিলাদের উক্ত ৮টি কাজ পবিত্র কুরআন ও হাদীছের ভিত্তিতে সারনির্যাস রুপে নির্ণয় করা হয়েছে।

(১) পাঁচ ওয়াক্ত নামায সঠিক সময়ে আদায় করা। মাহে রমজানে রোজা রাখা। মালদার হলে নিয়মিত যাকাত দেয়া, সামর্থ হলে মাহরামের সাথে হজ্ব আদায় করা।

(২) প্রতিদিন ঘরে কুরআন পাক তিলাওয়াত করা।

(৩) সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করা।

(৪) প্রতিদিন বুজুরগানেদীনের লিখিত কিতাব পড়া।

(৫) স্বামীর আদেশ অনুযায়ী চলা। (অবিবাহিতদের জন্য পিতা মাতার আদেশ মানা)

(৬) মাহরাম পুরুষদের দ্বীনের পথে চলার জন্য উদ্ধুদ্ধ করা।

(৭) সন্তাদেরকে দ্বীনী ইলম শিক্ষা দেয়া।

(৮) জাঁকজমকহীন সাধাসিধা ছুন্নাতী জীবন যাপন করা।

এই ৮টি কাজ মহিলাদের সামান্য একটু মুজাহাদার দ্বারা সহজ থেকে সহজতর হয়ে যায়।

No comments:

Post a Comment