Thursday, May 28, 2015

ইসলামের প্রথম কয়েকটি কাজ যাদের মাধ্যমে আল্লাহ্‌ তাআলা করিয়েছিলেন।।




ইসলামের প্রথম কাজসমূহঃ

  • সর্বপ্রথম মেসওয়াক ব্যবহার করেন-হযরত ইবরাহীম (আঃ)
  • সর্বপ্রথম সেলাই করা কাপড় পরেন-হযরত ইদ্রিস (আঃ)
  • সর্বপ্রথম পাগড়ি ব্যবহার করেন-বাদশাহ যুল কারনাইন
  • সর্বপ্রথম জামাতের সাথে রাসুলুল্লাহ (সাঃ) সালাতুয যোহর আদায় করেন।
  • সর্বপ্রথম মিম্বরে খুতবাহ দেন-হযরত ইবরাহীম (আঃ)
  • সর্বপ্রথম আল্লাহর রাস্তায় জিহাদকারী-হযরত ইবরাহীম (আঃ)
  • সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করেন-সাদ ইবনে আমী ওয়াক্কাস (রাঃ)।
  • সর্বপ্রথম আল্লাহর আদেশ অমান্যকারী-ইবলিশ।
  • সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অংকন করেন-মহান মনীষী আল বিরুনী।

নয়টি বিষয় পরিত্যাগ করলে আল্লাহ তাআলা নয়টি বিষয় দান দান করেন

নয়টি বিষয় পরিত্যাগ করলে আল্লাহ তাআলা নয়টি বিশয় দান দান করেনঃ-

১। যে অর্থহীন দৃষ্টিপাত পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে খুশু দান করবেন।
২। যে অহংকার পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে বিনয় ও নম্রতা দান করবেন।
৩। যে অনর্থক কথা বার্তা পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে হিকমত(প্রজ্ঞা কৌশল) দান করবেন।

অনাবশ্যক কথাবার্তার শাস্তি


অনাবশ্যক কথাবার্তার শাস্তি

কোন মানুষ যখন ঠাট্রা বিদ্রুপ করে অন্যকে হাসায়, তখন আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হন। তাকে জাহান্নামের ফায়সালা না করা পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট হননা। (বুখারী-মুসলিম)
কোন কোন সময় মানুষের মুখ থেকে এমন কিছু অসংলগ্ন কথা বেরিয়ে পড়ে যা তাকে জাহান্নামের তলদেশের উপযোগী করে দেয়। (বুখারী-মুসলিম) অকথ্য ভাষা অত্যাচারের শামিল, আর অত্যাচারী হবে জাহান্নামের অন্তর্ভুক্ত। অনাবশ্যক কথন এবং অশ্রাব্য ভাষা শয়তানের সাথে সম্পর্কিত। এ দুটি আগুনের অতি নিকতে এবং জান্নাতের অনেক দূরে।