Wednesday, July 27, 2011

ছালাম দেওয়া প্রসঙ্গে

নিম্নলিখিত লোকদেরকে ছালাম দেওয়া মাকরুহ

(১) নামায পড়া অবস্থায়, (২) কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায়, (৩) ইলেম শিক্ষাদানকারী ও গ্রহণকারীকে যখন তাহারা শিক্ষাদান ও শিক্ষা গ্রহনের কাজে থাকে, (৪) খুৎবা ও হাদীস পাঠ কালে, (৫) হাদীস, খুৎবা, কোরআন ওয়াজ শ্রবণকারীকে, (৬) আজান একামত দেওয়ার সময়, (৭) গায়রে মাহরেম যুবতীকে, (৮) বেদ্বীনকে, (৯) ফাছেককে, (১০) খেলাধুলা ও শরীয়ত বিরোধী কার্যে রত ব্যক্তিকে, (১১) স্ত্রীর সাথে কথোপকথন কালে অপর লোকের, (১২) উলঙ্গ ব্যক্তিকে, (১৩) পায়খানা পেশাবের অবস্থায় থাকা কালে, (১৪) অতি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়া অবস্থায়, (১৫) বেদায়াতী ও কবিরা গুনাহকারীকে তওবা করিবার পূর্বে ছালাম দেওয়া জায়েয নাই।

No comments:

Post a Comment