Sunday, May 13, 2012

হযরত ইদ্রিস (আঃ) এবং তাঁর উপদেশ


হযরত ইদ্রিস (আঃ) এবং তাঁর উপদেশ

কোরয়ানে হযরত ইদ্রিস (আঃ)-এর আলোচনা
আল্লাহ পাক পবিত্র কোরয়ান মাজীদে শুধু দুই জায়গায় হযরত ইদ্রিস (আঃ) সম্পর্কে উল্লেখ করেছেন। সূরা মারইয়ামে ও সূরা আম্বিয়াতে।
১। সূরা মারইয়ামে আল্লাহ পাক বলেন,
  “আর স্মরণ করুন! ইদ্রিসকে! নিঃসন্দেহে তিনি ছিলেন যথার্থ নবী আর আমি তাঁর মর্যাদা উচ্চ করেছিলাম”।                                       -সূরা মারইয়ামঃ ৫৬-৫৭
২। সূরা আম্বিয়াতে আল্লাক পাক বলেন,
    “আর ইসমাইল, ইদ্রিস ও যুলকিফল এদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন”। -সূরা আম্বিয়া-৮৫
হযরত ইদ্রিস (আঃ) এর উপদেশ-
হযরত ইদ্রিস (আঃ)-এর বহু উপদেশ, নছীহত, চালচলন ও আখলাক সম্পর্কীয় বাক্যাবলি প্রসিদ্ধ আছে, যা বিভিন্ন ভাষার প্রবাদ, রহস্য ও সূক্ষ্মতত্বরূপে ব্যবহৃত হয়। তার মধ্যে কয়েকটি বাক্য নিম্নে উল্লেখ করা হল-
১। আল্লাহর অফুরন্ত নেয়ামত সমূহের শোকর আদায় করা মানব ক্ষমতার বাইরে।