Thursday, September 28, 2017

খলীফা হযরত উসমান (রাঃ)-এর মূল্যবান উপদেশ


খলীফা হযরত উসমান (রাঃ)-এর মূল্যবান কয়েকটি উপদেশ

  •   পাপ কোন না কোনভাবে মনের শান্তি বিনষ্ট করে। 
  • যার হাতে অন্যের নিন্দাবাদ করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার চাইতে হতভাগা আর কেউই হতে পারে না।
  •  উত্তম পোশাকের লোভ যাদের অন্তরে, তাদের কাফনের কথা স্মরণ করা উচিত। উত্তম বাড়ির আকাঙ্খা যাদের অন্তরে, তাদের উচিত কবরের ছোট্র গর্তটির কথা স্মরণ করা। যারা সুস্বাদু খাবারের কথা সব সময় ভাবে তাদের কর্তব্য হচ্ছে- নিজের পচা-গলা লাশটি যে শেষ পর্যন্ত কীটের খোরাল হবে তা স্মরণ করা।
  •   যার হাতে অন্যের নিন্দাবাদ করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার চাইতে হতভাগা আর কেউই হতে পারে না।
  •  বছরান্তেও যে ব্যক্তি দুঃখ কষ্টের সম্মুখীন হয় না, তার চিন্তা করা উচিত যে, আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা।
  •   যে ব্যক্তি চোখের ভাষা বুঝে না, তার সামনে মুখ খোলা নিজেকে লাঞ্চিত করার নামান্তর।
  •   তরবারীর আঘাত মানুষের শরীর আহত করে, কিন্তু কটুকথা দ্বারা মানুষের অন্তর রক্তাক্ত হয়।

  • মুমিন বান্দার নিজের ঘর যদি তাকে যবান, বদনজর লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার মাধ্যম হয়, তবে সেটাই তার জন্য সর্বোত্তম ইবাদতগাহে পরিণত হয়ে যায়।
  •  দারিদ্র কোন মুসলমানকে বেইজ্জত করতে পারেনা। মুসলমান যখন দ্বীন থেকে দূরে সরতে থাকে, তখনই পদে পদে বেইজ্জতির সম্মুখীন হয়।

  •   পাপ কোন না কোনভাবে মনের শান্তি বিনষ্ট করে।

No comments:

Post a Comment