Friday, October 21, 2011

পান করার মাসায়েল


পান করার মাসায়েল

v  বসে পান করা সুন্নাত।
v  ডান হাতে পান করা সুন্নাত।
v  পাত্রের ভাঙ্গা স্থানে মুখ লাগিয়ে পান না করা আদব।
v  তিন শ্বাসে পান করা সুন্নাত।
v  পানির পাত্রের মধ্যে শ্বাস না ছাড়া এবং ফুঁক না দেয়া।
v  শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত।

v  অন্য মুসলমানের বিশেষভাবে পরহেযগার ও বুযুর্গদের পান করার পর রেখে যাওয়া অবশিষ্ট পানি বরকত মনে করে পান করা। অনেকে অন্যের পান করার পর অবশিষ্ট পানি পান করতে খারাপ বোধ করে এটা ঠিক নয়।
v  পান করার পর অন্যকে দিতে হলে আদব হল দান পাশের জনকে অগ্রাধিকার দেয়া। তার অনুমতি সাপেক্ষে বাম পাশের জনকেও দেয়া যায়।
v  যিনি পান করাবেন তিনি সর্বশেষে পান করবেন। 

No comments:

Post a Comment