Friday, October 21, 2011

রাস্তা-ঘাটে চলার মাসায়েল


রাস্তা-ঘাটে চলার মাসায়েল
v  বড় রাস্তা হলে ডান দিক দিয়ে চলবে।
v  স্বামীর সাথে বা মুরব্বীদের সাথে চললে পিছে পিছে চলবে।
v  দৃষ্টি নত করে চলবে।
v  হাত পা ছুঁড়ে ছুঁড়ে অহংকারের সাথে চলবে না।
v  রাস্তা অতিক্রম করার সময় যথাসম্ভব দ্রুত চলবে।
v  উপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানো এবং ‘আল্লাহু আকবার’ বলা সুন্নাত। নীচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানো এবং ‘সুবহানাল্লাহ’ বলা সুন্নাত। আর সমতল স্থান দিয়ে চলার সময় ‘লাইলাহা ইল্লাল্লাহু’ বলা সুন্নাত।

No comments:

Post a Comment