Friday, October 21, 2011

চিকিৎসার মাসায়েল


চিকিৎসার মাসায়েল
v  রোগ-ব্যাধিতে চিকিৎসা করানো এবং ঔষধ সেবন করা মোস্তাহাব। কেউ কেউ বলেন চিকিৎসা করানো সুন্নাত। চিকিৎসা করাতে থাকবে, কিন্তু রোগ নিরাময়ের ব্যাপারে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
v  শরীয়তের বরখেলাপ তাবীজ-তুমার, ঝাড়-ফুক ব্যবহার করা জায়েয নয়। শরীয়ত সম্মত তাবীজ ও ঝার ফুঁক করা হলে তা করা যায়, তবে উত্তম নয়।
v  শরীরে যদি অস্বাভাবিকতা থাকে(যেমন আঙ্গুল বেশী আছে) তাহলে প্লাস্টিক সার্জারি করা জায়েয। নিছক সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়।
v  চিকিৎসা অবস্থায় রোগের জন্য ক্ষতির বস্তু থেকে বেঁচে থাকা আবশ্যক।

No comments:

Post a Comment