Friday, January 6, 2012

টাকনুর নীচে কাপড় পরিধানকারীর শাস্তি


টাকনুর নীচে কাপড় পরিধানকারীর শাস্তি

যে পাজামা টাকনুর নীচে চলে যাবে তা জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক টাকনুর নীচে লুঙ্গি পরিধানকারীর প্রতি ফিরেও তাকাবেন না এবং তাকে কঠিন শাস্তি দিবেন। (আবু দাউদ)
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পরিহিত অবস্থাইয় দেখে তার হাত থেকে আংটিটি খুলে দূরে নিক্ষেপ করে দিলেন এবং বললেন তোমাদের অনেকেই আগুনের ফুলকি হাতে পরিধান করে। (মুসলিম)
উল্লেখ্য যে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম চাই তা যে পরিমাণই হউক না কেন। যে ব্যক্তি স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার করে সে যেন তার পেটে আগুন ভর্তি করে।
নাম-যশ প্রচারের জন্য যে ব্যক্তি কাপড় পরিধান করবে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে সে ধরনের পোষাকই পরিধান করাবেন তবে সে পোষাকে থাকবে আগুন।

No comments:

Post a Comment