Thursday, May 28, 2015

নয়টি বিষয় পরিত্যাগ করলে আল্লাহ তাআলা নয়টি বিষয় দান দান করেন

নয়টি বিষয় পরিত্যাগ করলে আল্লাহ তাআলা নয়টি বিশয় দান দান করেনঃ-

১। যে অর্থহীন দৃষ্টিপাত পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে খুশু দান করবেন।
২। যে অহংকার পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে বিনয় ও নম্রতা দান করবেন।
৩। যে অনর্থক কথা বার্তা পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে হিকমত(প্রজ্ঞা কৌশল) দান করবেন।

৪। যে প্রয়োজনের অতিরিক্ত খাবার পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে ইবাদতের স্বাদ দান করবেন।
৫। যে ঠাট্রা-বিদ্রুপ পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে সম্মান দান করবেন।
৬। যে অধিক হাসাহাসি পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে বুদ্ধিমত্তা দান করবেন।
৭। যে অন্যের সম্পদের লোভ পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে মানুষের ভালবাসা দান করবেন।
৮। যে মানুষের দোষ ধরা পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে সংশোধনের তাওফিক দান করবেন।
৯। যে আল্লাহর গুনসমূহের সন্দেহ পরিত্যাগ করবে, আল্লাহ তা’আলা তাকে নিফাক ও সন্দেহ থেকে মুক্তি দান করবেন।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে এই গুন গুলো হাসিল করার তাওফিক দান করুন।।

No comments:

Post a Comment