Thursday, May 28, 2015

ইসলামের প্রথম কয়েকটি কাজ যাদের মাধ্যমে আল্লাহ্‌ তাআলা করিয়েছিলেন।।




ইসলামের প্রথম কাজসমূহঃ

  • সর্বপ্রথম মেসওয়াক ব্যবহার করেন-হযরত ইবরাহীম (আঃ)
  • সর্বপ্রথম সেলাই করা কাপড় পরেন-হযরত ইদ্রিস (আঃ)
  • সর্বপ্রথম পাগড়ি ব্যবহার করেন-বাদশাহ যুল কারনাইন
  • সর্বপ্রথম জামাতের সাথে রাসুলুল্লাহ (সাঃ) সালাতুয যোহর আদায় করেন।
  • সর্বপ্রথম মিম্বরে খুতবাহ দেন-হযরত ইবরাহীম (আঃ)
  • সর্বপ্রথম আল্লাহর রাস্তায় জিহাদকারী-হযরত ইবরাহীম (আঃ)
  • সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করেন-সাদ ইবনে আমী ওয়াক্কাস (রাঃ)।
  • সর্বপ্রথম আল্লাহর আদেশ অমান্যকারী-ইবলিশ।
  • সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অংকন করেন-মহান মনীষী আল বিরুনী।

No comments:

Post a Comment