Thursday, May 28, 2015

অনাবশ্যক কথাবার্তার শাস্তি


অনাবশ্যক কথাবার্তার শাস্তি

কোন মানুষ যখন ঠাট্রা বিদ্রুপ করে অন্যকে হাসায়, তখন আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হন। তাকে জাহান্নামের ফায়সালা না করা পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট হননা। (বুখারী-মুসলিম)
কোন কোন সময় মানুষের মুখ থেকে এমন কিছু অসংলগ্ন কথা বেরিয়ে পড়ে যা তাকে জাহান্নামের তলদেশের উপযোগী করে দেয়। (বুখারী-মুসলিম) অকথ্য ভাষা অত্যাচারের শামিল, আর অত্যাচারী হবে জাহান্নামের অন্তর্ভুক্ত। অনাবশ্যক কথন এবং অশ্রাব্য ভাষা শয়তানের সাথে সম্পর্কিত। এ দুটি আগুনের অতি নিকতে এবং জান্নাতের অনেক দূরে।

No comments:

Post a Comment